নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল
প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় ঘিরে মাঠে নেতাকর্মীরা। ছবি: স্টার

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা ঘিরে ইতোমধ্যে নেতাকর্মীদের ঢল নেমেছে সভাস্থলে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের ইসদাইরে অবস্থিত একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জড়ো হতে শুরু করেন তারা৷

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের সংবাদদাতা জানান, দলের সভাপতির জনসভা ঘিরে দুপুর ১টার দিকেই মাঠের দুই-তৃতীয়াংশ নেতাকর্মীতে ভরে গেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটিই আওয়ামী লীগের শেষ সমাবেশ।

স্থানীয় নেতারা জানান, ১৫ বছর আগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে এ মাঠের পাশের ওসমানী পৌর স্টেডিয়ামে এক জনসভায় সর্বশেষ আসেন শেখ হাসিনা৷ এরপর সরকারি বিভিন্ন প্রকল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের তিনটি উপজেলায় একাধিকবার গেলেও শহরে কোনো অনুষ্ঠানে সরাসরি যোগ দেননি তিনি৷ দীর্ঘ সময় পর শহরে দলটির প্রধান আসার খবরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে৷

সরেজমিনে দেখা গেছে, জনসভা অভিমুখে মিছিলগুলোতে নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা, দলীয় প্রতীক নৌকা সম্বলিত ব্যানার, ফেস্টুন। আওয়ামী লীগ ও দলীয় সভাপতির পক্ষে তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ডেইলি স্টারকে বলেন, 'প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জবাসী ঊচ্ছ্বসিত৷ জেলার বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে লোকজন এসেছেন, আরও আসছেন৷ ইতোমধ্যে জনসভার মাঠ নেতাকর্মীদের ঢলে ভরে গেছে৷ সবাই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর৷ তিনি অল্প সময়ের মধ্যে জনসভাস্থলে আসবেন৷ তার বক্তব্যের অপেক্ষায় আছে সবাই৷'

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে ডেইলি স্টারকে জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল৷

সমাবেশস্থল ছাড়াও শহরের চাষাঢ়া, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে৷ সমাবেশস্থলের আশেপাশের বহুতল ভবনগুলোর ছাদেও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে৷

Comments

The Daily Star  | English

What are we building after dismantling the AL regime?

Democracy does not seem to be our focus today. Because if it were, then shouldn’t we have been talking about elections more?

4h ago