নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশে ইসির অনুমোদন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি বলেন, যথাযথ আইন ও নিয়ম মেনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্রথা অনুযায়ী, ইসি নির্বাচিত সংসদ সদস্যদের নাম গেজেট বিজ্ঞপ্তির জন্য বিজি প্রেসে পাঠায় এবং এই গেজেটই আনুষ্ঠানিক ফলাফল।
এক প্রশ্নের জবাবে গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।
জাতীয় নির্বাচন 'অবাধ ও সুষ্ঠু' হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে যুক্তরাজ্য এই নির্বাচনে বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু প্রতিযোগিতার মান ধারাবাহিকভাবে পূরণ হয়নি বলে জানিয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি আলমগীর বলেন, সিইসি কাজী হাবিবুল আউয়াল ইতোমধ্যে নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন।
আজ বিকেলে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'এ বিষয়ে আমাদের আর কিছু বলার নেই।'
Comments