নির্বাচন বর্জনকারীদের নেতৃত্বের গুণাবলীর অভাব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আমরা কোনো বিরোধী দলকে হয়রানি করছি না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা জাতীয় নির্বাচন বর্জন করছে তারা বাস্তবতায় বিশ্বাস করে না এবং তাদের নেতৃত্বের গুণাবলীর অভাব রয়েছে।

সিলেট-১ আসনে নির্বাচনী প্রচারের সময় তিনি বলেন, 'আমি মনে করি নেতৃত্বের দিক থেকে তাদের দুর্বলতা রয়েছে। তারা মোটেও বাস্তববাদী নয়। তারা যদি বাস্তবে বিশ্বাস করত তবে তারা তাদের অবস্থান মূল্যায়ন করতে নির্বাচনে আসত। আমি মনে করি তাদের নেতারা বাজে সিদ্ধান্ত নিয়েছেন।'

মোমেন বলেন, তারা একটি প্রতিযোগিতামূলক নির্বাচন চান এবং তারা সব প্রার্থীকে সমানভাবে দেখেন। 'বিপুল সংখ্যক ভোটার ভোট দিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে।'

চলমান উন্নয়ন, আইনের শাসন ও গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে চাইলে জনগণকে নৌকায় ভোট দিতে বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, যারা সরকারি-বেসরকারি সম্পত্তি পুড়িয়ে মারা এবং পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত, তারা শিক্ষা পাবে।

তিনি বলেন, 'এটা রাজনীতি নয়। এটা সন্ত্রাসবাদ। আমরা সন্ত্রাসবাদকে উৎসাহিত করতে পারি না। বিশ্বে সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই।'

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বলেন, গণমাধ্যমই উন্নয়নের চাবিকাঠি।

ড. মোমেন বলেন, তিনি সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোডম্যাপ অনুযায়ী কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, জনগণ আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Comments

The Daily Star  | English
Barishal University protest

As a nation, we are not focused on education

We have had so many reform commissions, but none on education, reflecting our own sense of priority.

4h ago