ফরিদপুর-৩

পোস্টার লাগানোকে কেন্দ্র করে শামীম ও আজাদের সমর্থকদের সংঘর্ষ

আ. লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী
নৌকার প্রার্থী ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক (বামে) এবং স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য এ কে আজাদ (ডানে)। ছবি: সংগৃহীত

ফরিদপুর-৩ আসনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক এবং স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বাজারে এ ঘটনা ঘটে। 

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন-স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থক আজিজ শেখ ও আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের সমর্থক রাহুল শেখ। তারা দুজন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, দুপুরে এ কে আজাদের সমর্থকরা ওমেদিয়া বাজার এলাকায় পোস্টার লাগাতে গেলে শামীম হকের সমর্থকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুজন আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ওসি শহিদুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন ও আমি ঘটনাস্থলে যাই। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।'

এর আগে গত মঙ্গলবার দুপুরে ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর মহল্লায় এ দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়।

 

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

22m ago