হবিগঞ্জে ‘চোর’র ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

হবিগঞ্জে 'চোর'র সঙ্গে ধস্তাধস্তির সময় ছুরিকাঘাতে এক কিশোর নিহত ও তার ভাই আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় নিহত জনি দাস (১৬) শহরের দিয়ান্তা সাহা বাড়ি এলাকার নরধন দাসের ছেলে। সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
হবিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরের সঙ্গে ধস্তাধস্তির সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোরে বাড়ির দরজার কাছে সন্দেহজনক শব্দ শুনে জনি ঘুম থেকে জেগে যান। বাড়িতে কেউ ঢোকার চেষ্টা করছে, সেটা টের পেয়ে বড় ভাই সাগর দাস জয়কে ডাক দেন জনি। দুই ভাই মিলে বাইরে গিয়ে সন্দেহভাজন চোরকে ধরে ফেলে এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় জনির বুকে ও শরীরের অন্য স্থানে একাধিকবার ছুরিকাঘাত করে ওই চোর। আহত হন জয়ও।
তারা আহত হলে হামলাকারী পালিয়ে যায়।
আহত দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। সাগর চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
Comments