টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রেপ্তার ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তারা হলেন—সাব্বির হোসেন (৩৪), শিহাব সরকার (২৭) ও জাহাঙ্গীর আলম (২৬)। পুলিশ জানিয়েছে, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার রহিমপুর গ্রামে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে যাত্রীদের লুট হওয়া ১৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
'টাঙ্গাইল সদর থানা ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গতকাল টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে,' বলেন মিজানুর রহমান।
তিনি আরও জানান, তিনজনই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং চক্রের অন্যান্য সদস্যদের নামও জানিয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
Comments