২৩৭৫ কোটি টাকা আত্মসাৎ: আইএফআইসি ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়ার মাধ্যমে ২ হাজার ৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তদন্তকারী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে দুদকের একটি দল আজ বুধবার সকাল ১১টার দিকে কমিশনের সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ শুরু করে।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন—আইএফআইসি ব্যাংকের দুই উপ-ব্যবস্থাপনা পরিচালক পারভেজ চৌধুরী ও শাহ মো. মঈন উদ্দিন, করপোরেট শাখার ব্যবস্থাপক মো. ওয়াসিম আলম এবং প্রিন্সিপাল ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার।

এই তদন্তের লক্ষ্য হলো এভারেস্ট এন্টারপ্রাইজ লিমিটেড, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড এবং স্কাইমার্ক ইন্টারন্যাশনালের ঋণের অনিয়ম উন্মোচন করা।

গত ৪ মার্চ, দুদক এই কর্মকর্তাদের তলব করে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং প্রাসঙ্গিক অন্যান্য নথির কপিসহ তাদের কাছে হাজির হতে বলে।

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

'Second uprising, this time against corruption'

Says Jamaat chief at party's grand rally at Suhrawardy Udyan

39m ago