রাজধানীর উত্তরা থেকে ‘হিযবুত তাহরীরের ৩ সক্রিয় সদস্য’ গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার মধ্যরাত ১২টার পর কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গেপ্তারকৃতরা হলেন- মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ(৪০) ও মাহমুদুল হাসান (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিটিটিসি'র বরাত দিয়ে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা প্রত্যেকে হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকেও প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।
Comments