৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ, নাসা গ্রুপের নজরুলের বিরুদ্ধে মামলা

নজরুল ইসলাম মজুমদার | ছবি: সংগৃহীত

প্রায় ৭৮১ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে (দুদক)।

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন অনুযায়ী তার বিরুদ্ধে এ মামলা করা হয়।

আজ রোববার দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে।'

'তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের বাইরে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে,' বলেন তিনি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ আনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তার বিরুদ্ধে কয়েকটি ব্যাংক থেকে নামে-বেনামে ১৬ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ আছে।

 

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago