সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সাময়িকভাবে সীমিত করবে সরকার

ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশবান্ধব আবহ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দ্বীপটিতে পর্যটন কয়েক মাসের জন্য সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে তারা সেখানে রাতে অবস্থান করতে পারবেন না।

ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং তারা রাত্রীযাপন করবেন। তবে দিনে পর্যটকের সংখ্যা দুই হাজারের বেশি হতে পারবে না।

অন্যদিকে দ্বীপ পরিষ্কার ও পরিবেশ রক্ষার জন্য ফেব্রুয়ারিতে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

এ সময় প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Dhaka cannot engage with non-state actors: foreign adviser

Md Touhid Hossain also emphasised that peace and stability in the region would remain elusive without a resolution to the Rohingya crisis

18m ago