বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের লকার খোলার অনুমতি পেল দুদক

সংস্কার কমিশন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বাংলাদেশ ব্যাংকের তিন শতাধিক বর্তমান ও সাবেক কর্মকর্তার লকার খোলার অনুমতি দিয়েছে ঢাকার একটি আদালত।

দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানিয়েছেন, 'জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকারগুলো খোলা হবে। সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা দুর্নীতির মামলা করা হবে।'

দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

সাইমুজ্জামান তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষে জাহাঙ্গীর আবেদনটি করেছিলেন।

আবেদনপত্রে দুদক কর্মকর্তা বলেন, গত ২৬ জানুয়ারি তারা সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর কেন্দ্রীয় ব্যাংকের একটি লকার খুলেছিলেন। সেখানে ওই ব্যাংকের আরও অনেক কর্মকর্তাদের লকার রয়েছে।

বারবার নোটিশ দিয়েও এসকে সুর সম্পদের বিবরণ না দেওয়ায় আদালতের নির্দেশে দুদক এই অভিযান চালায়।

ওই কর্মকর্তা আরও বলেন, 'যেহেতু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের তাদের মূল্যবান জিনিসপত্র রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকে ব্যক্তিগত লকার রাখার অনুমতি দেওয়া হয়েছে। ওইসব লকারে অপ্রদর্শিত সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে, সেই কারণে লকারগুলো খোলার আদেশ প্রয়োজন।'

Comments

The Daily Star  | English

Public admin, judiciary reform commissions submit reports to CA

The heads of the commissions submitted the reports to the chief adviser at the State Guest House Jamuna

22m ago