চিন্ময় কৃষ্ণের জামিন নাকচ, ‘কেন জামিন নয়’ হাইকোর্টের রুল জারি

চিন্ময় কৃষ্ণ দাস
চিন্ময় কৃষ্ণ দাস। ফাইল ছবি/ স্টার

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

তবে এই মামলায় চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

আজ মঙ্গলবার চিন্ময়ের জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চিন্ময় কৃষ্ণের প্রধান আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাইকোর্টের এই আদেশের পর চিন্ময় কারাগার থেকে মুক্তি পাবেন না।'

শুনানির সময় জামিন আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া, মোহাম্মদ আরশাদুর রউফ ও অনিক আর হক।

Comments

The Daily Star  | English

Yunus visits secret detention centres

Yunus is accompanied by two internal media outlets, foreign media outlets and a select group of victims, CA press wing told The Daily Star.

9m ago