কাশিমপুর কারাগার থেকে বিডিআরের আরও ৬ সাবেক সদস্য জামিনে মুক্ত
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামিদের মধ্যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা আরও ছয়জন বন্দী মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জ্যেষ্ঠ জেল সুপার মো. আল মামুন দ্য ডেইলি স্টারকে জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই ছয় বন্দীকে মুক্তি দেওয়া হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদিনে পর্যায়ক্রমে মোট ১২৬ জন বন্দী মুক্তি পান। সবমিলিয়ে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত বিডিআরের মোট ১৩২ জন সাবেক সদস্য কারামুক্ত হলেন।
এর আগে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে গত বুধবার বিস্ফোরক মামলার ১৭৮ আসামির জামিননামা পাঠানো হয়।
সেসব জামিননামা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে বন্দীদের জামিনে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
Comments