গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর গাবতলী এলাকায় মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
স্বজনদের দাবি, গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড।
গাবতলীর দ্বীপনগর এলাকায় বুধবার দিবাগত রাত ৮টার দিকে মারধরে গুরুতর আহত হন মুকুল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুকুলের ভাই রব্বানী শেখ জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছেলাচাপরী গ্রামে তাদের বাড়ি। তাদের বাবা মৃত দুলাল শেখ। তারা গাবতলী দ্বীপনগর এলাকায় বসবাস করেন।
তারা গাবতলী এলাকায় বালু-সিমেন্ট বহন করে জীবিকা নির্বাহ করেন।
'রাতে কাজ শেষ করে দুই ভাই হেঁটে বাসায় ফিরছিলেন। তখন হঠাৎ ১০ থেকে ১২ জন আমাদের ওপর হামলা চালায়,' রব্বানী।
তিনি আরও জানান, প্রাণ বাঁচাতে তিনি দৌড়ে পালিয়ে যান। তবে একা পেয়ে মুকুলকে পিটিয়ে যখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
তিনি জানান, গ্রামে তাদের জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি দ্বন্দ্ব চলে আসছে। তাদের ভয়েই গ্রাম থেকে ঢাকায় এসে কাজ করেন মুকুল ও রব্বানী।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
Comments