তাবলিগ জামাতের নেতা জিয়া বিন কাসেম চট্টগ্রামে গ্রেপ্তার
তাবলিগ জামাতের সাদপন্থী গ্রুপের নেতা জিয়া বিন কাসেমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি। ঢাকার সাভার এলাকায় তার বাড়ি।
চট্টগ্রাম মহানগরীর ডবল মুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহম্মেদ দ্য ডেইলি স্টারকে জানান, জিয়া বিন কাসেমের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। আজ ভোরে তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, জিয়া বিন কাসেমকে গ্রেপ্তারের সময় গাজীপুরের টংগী পশ্চিম থানার মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাকে আজই গাজীপুরের টঙ্গী থানায় হস্তান্তর করা হবে।
Comments