ইজতেমা মাঠে সংঘর্ষ: মুয়াজ বিন নূর ৩ দিনের রিমান্ডে
ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ রোববার দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরকে তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
গত শুক্রবার ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহতের ঘটনায় হওয়া মামলার আসামি তিনি।
Comments