জয়কে হত্যার ষড়যন্ত্রের মামলায় বিএনপি নেতা মিজানুর রহমানের জামিন

১২ বারের মতো পেছাল শাহিন উদ্দিন হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ
স্টার ফাইল ফটো

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। এই মামলায় তার সাত বছরের কারাদণ্ড হয়েছিল।

আজ বৃহস্পতিবার মিজানুর রহমান ভূঁইয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তা মঞ্জুর করেন।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর আত্মসমর্পণ করার শর্তে মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত ও সাজার বিরুদ্ধে আপিল করার সুযোগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তার অনুপস্থিতিতে গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূর তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

একই মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকেও সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে তারা জামিনে রয়েছেন। এই মামলায় অপর দুই আসামি মোহাম্মদ উল্লাহ মামুন ও তার ছেলে রিজভী আহমেদ সিজারকে সাত বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা বা আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে ২০১৫ সালে গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি করে।

Comments