জামিন পেলেন শমী কায়সার

শমী কায়সার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশনের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে হত্যাচেষ্টা মামলায় ৩ মাসের জামিন দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শমী কায়সারের জামিন আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

শমী কায়সারের আইনজীবী হামিদুল মিসবাহ দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের জামিন আদেশের পর এখন শমী কায়সারকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়ার ব্যাপারে কোনো আইনি বাধা নেই।

হামিদুল মিসবাহ জানান, এ বছর জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইশতিয়াক মাহমুদ নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে শমী কায়সারসহ অনেকের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা করা হয়েছিল।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই ইশতিয়াক আজমপুর হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন। সেখানে তিনি গুলিবিদ্ধ হন।

তিনি নিজেই গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

৫ নভেম্বর ঢাকার উত্তরা থেকে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ।

Comments