মানিকগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা নিহত, আহত ৫
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদ (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় কুয়েতপ্রবাসী লাভলু আহমেদ ও স্থানীয় পারভেজ মোশারফ বাবুর সমর্থকদের মধ্যে সকাল ১১টার দিকে সংঘর্ষ হয়। এতে লাভলুর সমর্থক হিমেলসহ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর প্রতিপক্ষের সঙ্গে তাদের দ্বিতীয়বার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন লাভলু।
নিহত লাভলু স্থানীয় কুস্তা গ্রামের হালিম মিয়ার ছেলে।
এ ঘটনায় আহতদের মধ্যে একই গ্রামের রাহাতুজ্জামান খান আলতাব (৪২) ও মো. হিমেলের (২৮) অবস্থা সংকটাপন্ন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, 'আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।'
Comments