চট্টগ্রাম বিমানবন্দরে সবজির ব্যাগে মিলল ৫০ লাখ টাকার বিদেশি মুদ্রা
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জ থেকে ৫০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ ও এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস ও জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা।
আজ বুধবার চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'সাকিব নেওয়াজের বহন করা একটি সবজির ব্যাগ থেকে ৫০ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধারে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালায় কাস্টমস ও জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটে সাকিবের দুবাই যাওয়ার কথা ছিল।'
তার ভাষ্য, 'আমরা সবজির ব্যাগে এক লাখ ৪০ হাজার সৌদি রিয়াল, ৫৭৫ ওমানি রিয়াল ও নয় হাজার ২০০ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম উদ্ধার করেছি।'
তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী জব্দ হওয়া মুদ্রা বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়েছে।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ওই যাত্রীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
Comments