অর্থ আত্মসাত মামলা: ডেসটিনির এমডিসহ ১৯ জনের বিরুদ্ধে রায় ১৫ জানুয়ারি

ছবি: সংগৃহীত

অর্থ পাচারের মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম নতুন এই দিন ধার্য করেন।

এর আগে গত ১১ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

আদালত মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৪১ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

এ মামলায় রফিকুল আমীন, তার স্ত্রী ফারাহ দীবা ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন কারাগারে এবং ডেসটিনি-২০০০ এর সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ জামিনে আছেন।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে এ পর্যন্ত ১৫ জন পলাতক রয়েছেন।

বিনিয়োগকারীদের কাছ থেকে চার হাজার ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা দুটি মামলায় ২০১৪ সালের ৪ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে।

২০১৬ সালের ২৪ আগস্ট দুই মামলায় রফিকুল আমীনসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

তাদের বিরুদ্ধে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন (ডিটিপিএল) প্রকল্প এবং ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (ডিএমসিএসএল) অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।

এর আগে ২০২২ সালের ১২ মে একই আদালত অর্থপাচারের অপর এক মামলায় রফিকুল আমীন ও হারুনসহ ৪৬ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

এর মধ্যে রফিকুল আমিনকে ১২ বছর ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

7h ago