৯ লাখ টাকার জাল নোটসহ নাটোরে ৫ বাসযাত্রী আটক
নাটোরে একটি বাস থেকে পাঁচজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, তাদের তল্লাশি করে নয় লাখ ৪৩ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে।
আজ শনিবার দুপুরে শহরের প্রবেশদার চাঁনপুর এলাকায় রংপুরগামী মোহাম্মদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।
বাসটি রাজশাহী থেকে ছেড়ে এসেছিল।
নাটোরের জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুলাল মাদ্রাসা এলাকার বাসিন্দা আবু আল হোসেনের ছেলে আরিফ হাওলাদার (৪০), বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের প্রয়াত ফহম শেখের ছেলে আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী সদর উপজেলার বতলবুনিয়া এলাকার আমজাদ আলী খানের ছেলে মোস্তফা খাঁন (৪৩), ঝালকাঠির রাজাপুরের কেওয়াতা এলাকার হানিফ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফেরদৌস হাওলাদার (৩০)।
মারুফাত বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, জাল টাকা নিয়ে তারা রংপুরে যাচ্ছিলেন আলু কিনতে।'
তাদের আরও জিজ্ঞাসাবাদ করে জাল টাকার কারখানার সন্ধান করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
Comments