খুলনায় জাল টাকা ও তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত সাইফুল ও জাহিদুল এবং উদ্ধারকৃত জাল টাকা তৈরির সরঞ্জাম। ছবি: হাবিবুর রহমান/স্টার

খুলনার আরংঘাটা এলাকা থেকে জাল টাকা তৈরিকারী ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সাইফুল জামান (২৯) ও মো. জাহিদুল ইসলাম (৫২)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ফুলতলার দামোদর এলাকায় অভিযান চালিয়ে টাকা তৈরির প্রিন্টার, লেমিনেটিং মেশিন, জাল টাকা তৈরির ডাইস, হেয়ার ড্রায়ারসহ নানান সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মোট ১৪ লাখ ৮৩ হাজার টাকার জাল মুদ্রাসহ অন্যান্য আলামত থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন খুলনায় র‌্যাব-৬ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।

তিনি বলেন, 'শীতে দেশের বিভিন্ন প্রান্তে যেসব মেলা হয় সেখানে এই জাল টাকাগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা।'

'আমরা এই ঘটনার মূল হোতা জুয়েল ও তার স্ত্রীকে এখনো গ্রেপ্তার করতে পারিনি। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

4h ago