মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘কাইল্লা সুমন’ গ্রেপ্তার

সুমন | ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী 'কাইল্লা' সুমনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, 'সন্ধ্যায় পুরান ঢাকার জজকোর্টের বাইরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।'

হাফিজুর রহমান বলেন, 'সুমনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, অপহরণ, মাদক চোরাকারবারি, কিশোর গ্যাং পরিচালনাসহ ২০টির বেশি মামলা রয়েছে। আগামীকাল একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।'

Comments

The Daily Star  | English

US fund freeze hits development projects in Bangladesh

Thousands of Bangladeshi development professionals face uncertainty as US government-funded projects have been halted following an executive order by the Trump administration on January 20.

11h ago