প্রাথমিকের ৬ হাজার ৫৩১ শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত

high court
স্টার ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত স্থগিত করেছেন আদালত।

চলতি বছরের জুলাইয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা পদ্ধতি বাতিল করেন। ওই প্রার্থীদের কোটা পদ্ধতিতে নিয়োগ হওয়ায় হাইকোর্ট বিভাগে এই স্থগিতাদেশ দিয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

একইসঙ্গে আদালত রুল দিয়েছেন—কোটা পদ্ধতি অনুসরণ করে ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল করা হবে না?

একটি রিট আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ৩০ প্রার্থী হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট করেছিলেন।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ ডেইলি স্টারকে বলেন, আগামীকাল থেকে এই ছয় হাজার ৫৩১ জন শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল।

Comments

The Daily Star  | English

Khaleda urges unity, quick action to institutionalise democracy

She also demanded a comprehensive list of victims of abduction, murder, and extrajudicial killings

9m ago