জামালপুরে ছাত্র ইউনিয়নের সম্মেলনে হামলা, ডেইলি স্টার সাংবাদিকসহ আহত ২০

আজ শুক্রবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুর্বৃত্তদের হামলা আহত হন দ্য ডেইলি সাংবাদিক শহিদুল ইসলাম নিরব | ছবি: স্টার

জামালপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরিষাবাড়ী উপজেলা শাখার সম্মেলনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দ্য ডেইলি স্টার সাংবাদিক শহিদুল ইসলাম নিরবসহ (৩৫) প্রায় ২০ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ডিগ্রি কলেজের মিলনায়তনে হামলার ঘটনা ঘটে।

জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রেদোয়াান খন্দকার মাহিন বলেন, 'শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোগলদিঘা কলেজ মাঠে যুব ও ছাত্র ইউনিয়নের কাউন্সিল শুরু হয়। অনুষ্ঠান চলাকালে হঠাৎ ২০-৩০ জন লোক অতর্কিত হামলা চালায়। সেই সময় ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নিরবসহ বেশ কয়েকজনকে মারধর করা হয়।'

নিরব বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জানান, তিনি সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা তাকে মারধর করেন।

কাউন্সিলে অংশ নিয়েছিলেন ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘ মল্লার বসু। তিনি বলেন, 'স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর অনেক শিক্ষার্থী ছাত্র ইউনিয়নের দিকে ঝুঁকেছে। এর অংশ হিসেবে উপজেলা ছাত্র ও যুব ইউনিয়নের কাউন্সিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জমায়েত দেখে একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা করে।'

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, ঘটনার পরপরই তিনি হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন।

'তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Titumir students now block Mohakhali rail crossing

Around 70-80 students gathered at 3:45pm on the railway tracks, disrupting train movement

4h ago