শ্রমিকদের বেতন না দেওয়ায় টিএনজেড গ্রুপের পরিচালক কারাগারে
শ্রমিকদের বেতন না দেওয়ায় গাজীপুরের টিএনজেড গ্রুপের বেসিক নীটওয়্যার লিমিটেডের এক পরিচালক আব্দুল হালিমকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে বাসন থানা থেকে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাহেদুল ইসলাম রাতে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'টিএনজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ ১৪ ফিল্ড ধান গবেষণা কেন্দ্রে এসে আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে আজ দুপুর ১টায় আটককৃত ব্যক্তিকে বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।'
পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে চট্টগ্রাম সেনাবাহিনীর একটি টহল দল আব্দুল হালিমকে চট্টগ্রামে তার বাসা থেকে আটক করে। পরে তাকে গাজীপুরের ধান গবেষণা কেন্দ্রে হস্তান্তর করা হয়।
ওসি বলেন, 'টিএনজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ বাদী হয়ে আসামির বিরুদ্ধে মামলা করেছেন। এই মামলার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।'
Comments