হত্যামামলায় সাবেক আইজিপি শহীদুল হকসহ ৩ জন রিমান্ডে

কড়া নিরাপত্তায় আজ কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় আসামি শহীদুল হককে। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমায় আট যাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিন জনকে দুই দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। 

আদালত পরিদর্শক মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মশিউর আলম সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও আরেক আসামি জহিরুল ইসলাম সেলিমের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। 

২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আট জন নিহত হন। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছিল পুলিশ। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা করেন ওই বাসের তত্ত্বাবধায়ক আবুল খায়ের।  

বর্তমান মামলাটিতে সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নামোল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়।  আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। 

আজ কুমিল্লা আদালতে আসামিদের ব্যাপক নিরাপত্তার মধ্যে হাজির করা হয়।

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

32m ago