নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার মরদেহ উদ্ধার

মুনতাহা। ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর ছয় বছর বয়সী শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতরাতে কানাইঘাট উপজেলার ভাড়ারিফৌদে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

সিলেট জেলা পুলিশের কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলোক কান্তি শর্মা দ্য ডেইলি স্টারকে জানান, শিশুটির মরদেহ দড়ি দিয়ে বেঁধে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যার ঘটনায় শিশুটির পাশের বাড়ির দুই নারী- আলেয়াজান বিবি ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়াকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, 'আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি এবং হত্যার কারণ উদঘাটনের জন্য আলেয়াজানের বৃদ্ধ মা কুতুবজান বেগমকেও জিজ্ঞাসাবাদ করছি। হত্যার প্রাথমিক কারণ হিসেবে শিশুটির বাবার সঙ্গে তাদের পারিবারিক পূর্বশত্রুতার কারণ থাকতে পারে বলে ধারণা করা যাচ্ছে।'

গত ৩ নভেম্বর শিশু মুনতাহা তার বাবা শামীম আহমদের সঙ্গে একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল এবং দুপুরে বাড়ি ফিরে অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে যায়। তবে বিকেল ৩টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

মুনতাহা নিখোঁজ হওয়ার পর, তার বাবা শামীম আহমেদ অভিযোগ করেন মেয়েকে অপহরণ করা হয়েছে। শিশুকন্যাকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেন এবং কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

1h ago