অনিয়ম-দুর্নীতি: সাবেক ডিবি প্রধান হারুনকে দুদকে তলব
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ৩১ অক্টোবর তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে।
দুদকের উপ-পরিচালক জয়নাল আবেদীনের সই করা এক চিঠির মাধ্যমে তাকে তলব করা হয়।
চিঠিতে বলা হয়েছে, 'অভিযোগ সংক্রান্ত বক্তব্য প্রদানের জন্য, আপনাকে ৩১ অক্টোবর রাত সাড়ে ৯টায় ঢাকায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি আপনি নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হন, উল্লিখিত অভিযোগ সম্পর্কে আপনার কোনো বক্তব্য নেই বলে বিবেচনা করা হবে।'
Comments