ধর্ষণ মামলায় খালাস পেলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বাইরে মামুনুল হক। ছবি: স্টার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলা থেকে খালাস পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব ও খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেসমিন আরা বেগম এ রায় দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

তিনি জানান, এসময় এজলাসে মামুনুল হক উপস্থিত ছিলেন।

Comments