সাগর-রুনি হত্যা মামলা তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে টাস্কফোর্স

সাগর-রুনি হত্যা
সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত

সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে ৪ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানকে টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে।

আজ বুধবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক পরিপত্রে এ তথ্য জানিয়েছে।

টাস্কফোর্সে সদস্য হিসেবে থাকবেন—অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদায় পুলিশ অধিদপ্তর ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিনিধি এবং পরিচালক মর্যাদার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) প্রতিনিধি।

টাস্কফোর্সকে যথাযথ আইন ও বিধি অনুসরণ করে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম শেষ করে আগামী ৬ মাসের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

টাস্কফোর্স প্রয়োজনে আরও সদস্য কো-অপ্ট করতে পারবে।

পরিপত্রে বলা হয়, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তে হাইকোর্ট বিভাগের ৩০ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী এ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন।

এ ঘটনায় রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা থানায় মামলা করেন।

এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিতে এ পর্যন্ত ১১৪ বার সময় বাড়িয়েছে আদালত।

 

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago