সাগর-রুনি হত্যাকাণ্ড: তদন্ত থেকে সরানো হলো র‍্যাবকে, টাস্কফোর্স গঠনের আদেশ

সাগর-রুনি হত্যা
সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) অপসারণ করে মামলাটি তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

টাস্কফোর্সকে ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে।

আদালত এই বিষয়ে শুনানির জন্য ২০২৫ সালের ৬ এপ্রিল তারিখ ধার্য করেছেন।

বিচারপতি ফারাহ মাহাবুব ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই হত্যা মামলার তদন্ত থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) অপসারণের নির্দেশনা চেয়ে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

শুনানিতে হাইকোর্ট বেঞ্চ বলেছে, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া শুধু নিহতদের পরিবারের জন্যই নয়, গোটা জাতির জন্য মর্মান্তিক।

মামলার বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং অপরাধ তদন্ত বিভাগের প্রতিনিধিরা টাস্কফোর্সের অংশ হতে পারেন।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

47m ago