নারায়ণগঞ্জে সরকারি প্রকল্পের বালু লুটের অভিযোগে বিএনপি নেতা কারাগারে

হাফিজুর রহমান পিন্টু | ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সরকারি প্রকল্পের বালু লুট করার অভিযোগে দায়ের মামলায় বিএনপি নেতা হাফিজুর রহমান পিন্টুকে (৫০) কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে নেওয়ার আদেশ দেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন দুপুরে উপজেলার গন্ধর্বপুর এলাকা থেকে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে।

'সরকারি একটি প্রকল্পের বালু লুটের অভিযোগে থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল,' বলেন তিনি।

হাফিজুর রহমান রূপগঞ্জের তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

সূত্র জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর উপজেলার গন্ধর্বপুর এলাকায় ওয়াসার পানি পরিশোধনের একটি প্রকল্পের দুই ট্রাক বালু লুট হয়। ওই ঘটনায় প্রকল্পের ইনচার্জ আকন্দ রিয়াদ মোর্শেদ বিএনপি নেতা হাফিজুর ও তার সহযোগীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

তাতে বলা হয়েছে, 'মেঘনা নদী থেকে রাজধানীতে পানি সরবরাহের জন্য গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলছে। কাঞ্চন নলপাথর এলাকা থেকে প্রকল্পের জন্য বালু নিয়ে আসা হয়। গত ২৩ সেপ্টেম্বর নলপাথর থেকে দুটি ট্রাক ভর্তি করে বালু নিয়ে আসার সময় হাফিজুর রহমান লোকজন নিয়ে দুই ট্রাক বালু লুট করেন। যার মূল্য ২৭ হাজার টাকা। পরে বালুগুলো নিজের জায়গায় নামিয়ে রেখে ট্রাকগুলো ছেড়ে দেন।'

'লুটের বিষয়টি জানাজানি হলে ট্রাকচালক ও প্রকল্পের বড় ধরনের ক্ষতি হবে বলেও হুমকি দেন হাফিজুর। পরে ট্রাকচালকরা এসে প্রকল্পের ক্যাম্প ইনচার্জকে বিষয়টি জানায়,' উল্লেখ করা হয় অভিযোগে।

লিয়াকত আলী আরও বলেন, 'বিষয়টি সেনাবাহিনীর নজরে আনা হলে অভিযান চালিয়ে ওই বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়।'

এই ব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ন ডেইলি স্টারকে বলেন, 'তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের কথা শুনেছি৷ হাফিজুর রহমান ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানি৷ বালু লুটের সঙ্গে তিনি জড়িত আছেন কি না জানি না৷ তবে, এর আগে কোনো ধরনের অভিযোগ তার বিরুদ্ধে শুনিনি৷'

তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে মাহফুজুর রহমান বলেন, 'এই বিষয়ে কেন্দ্র ব্যবস্থা নেবে৷'

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

51m ago