হাইকোর্টে ২৩ অতিরিক্ত বিচারক নিয়োগ

তত্ত্বাবধায়ক সরকার
স্টার ফাইল ফটো

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগামী দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে ২৩ জনকে নিয়োগ দিয়েছে সরকার।

তারা হলেন—মো. গোলাম মর্তূজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।

মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে নতুন এই অতিরিক্ত বিচারপতি নিয়োগের তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, এই ২৩ জন অতিরিক্ত বিচারকের মেয়াদ হবে শপথ নেওয়ার দিন থেকে দুই বছর। রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে তাদের এই পদে নিয়োগ দিয়েছেন।

এ নিয়ে হাইকোর্টের বিচারকের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ নতুন বিচারকদের শপথ পাঠ করাবেন।

Comments

The Daily Star  | English

US welcomes Bangladesh election plan

The US yesterday welcomed plans by Bangladesh's interim leader to hold elections next year or in early 2026

16m ago