বার্নিকাটের গাড়িবহরে হামলা: চার্জশিটভুক্ত আসামি সিয়াম গ্রেপ্তার

বার্নিকাটের গাড়িবহরে হামলা: চার্জশিটভুক্ত আসামি সিয়াম গ্রেপ্তার
মো. সিয়াম হাসান | ছবি: সংগৃহীত

ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের মামলার চার্জশিটভুক্ত আসামি মো. সিয়াম হাসানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর মোহাম্মদপুর থেকে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাকে গ্রেপ্তার করে।

পুলিশের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, সিয়ামকে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, সিয়াম ২০১৮ সালে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি।

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা হয়েছে।

Comments