বার্নিকাটের ওপর হামলা মামলার অধিকতর তদন্তের নির্দেশ আদালতের
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে মার্শা বার্নিকাটের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম এ নির্দেশ দেন। এ সংক্রান্ত নির্দেশনা চেয়ে কৌঁসুলি মো. আব্দুল্লাহ আবু আবেদন দিয়েছিলেন।
আবেদনপত্র বলা হয়, এই মামলার অভিযোগকারীসহ ৬ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যক্তির জাড়িত থাকার তথ্য উঠে এলেও অভিযোগপত্র তার নাম অন্তর্ভুক্ত করেননি তদন্তকারী কর্মকর্তা। যে কারণে অধিকতর তদন্তের প্রয়োজন।
চলতি বছরের ১ মার্চ আদালত এ মামলার অভিযোগ গঠন করেন। প্রায় আড়াই বছর তদন্ত শেষে গত বছরের ২০ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. আব্দুর রউফ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন।
এতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। এরা হলেন—ফিরোজ মাহমুদ, নাইমুল হাসান রাসেল, মীর আমজাদ হোসেন আকাশ, সাজু ইসলাম, রাজিবুল ইসলাম রাজু, শহীদুল আলম খান কাজল, মোজাহিদ আজমী তান্না, সিয়াম ও আহদে জনি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বাদী হয়ে ২০১৮ সালের ১০ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছিলেন। তাতে উল্লেখ করা হয়, ওই বছরের ৪ আগস্ট অভিযুক্ত ৯ জনসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন বদিউল আলম মজুমদারের ইকবাল রোডের বাসার সামনে জড়ো হয় এবং মার্শা বার্নিকাটের গাড়ি ভাঙচুর করে।
এরপর, অভিযুক্তরা বাদীর বাসায় ভাঙচুর চালান এবং তার স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি দেন।
Comments