কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সুইডেন আসলাম

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৪ সাল থেকে সুইডেন আসলাম কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে রাতেই তাকে মুক্তি দেওয়া হয়। তার হাজতি নম্বর ছিল- ৬৬৩/২০।

সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে।

বিভিন্ন সময়ে সুইডেন আসলামের নামে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা বলে জানা গেছে।

আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন। এরপর তাকে দেশের বিভিন্ন কারাগারে রাখা হয়।

মঙ্গলবার আসলামের জামিনের কাগজ কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়।

Comments

The Daily Star  | English

Khaleda Zia acquitted from Zia Orphanage Trust graft case

Following the judgement, there is no legal bar for Khaleda Zia to contest the next general election

22m ago