ভ্যানে মরদেহ স্তূপ করার সঙ্গে জড়িতদের খোঁজ পাওয়া গেছে: ঢাকার এসপি

ভ্যানে মরদেহ
ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার সাভারের আশুলিয়া থানার কাছে পুলিশ সদস্যদের ভ্যানে মরদেহ স্তূপ করার ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে আশুলিয়া থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ এ তথ্য জানান।

এসপি জানান, ওই ঘটনার সঙ্গে কারা জড়িত, কারা উপস্থিত ছিলেন তার খোঁজ পাওয়া গেছে।

কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুস্পষ্ট তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, একটি ভ্যানের ওপর স্তূপ করে রাখা হয়েছে কয়েকটি মরদেহ। পাশেই দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ সদস্য। পুলিশের জ্যাকেট পরা দুইজন একটি মরদেহ তুলে ভ্যানের ওপর ছুঁড়ে দিচ্ছেন।

এসপি আহম্মদ মুঈদ জানান, 'ভাইরাল ভিডিওটি আমাদের নজরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ঘটনায় অ্যাডিশনাল এসপি (ডিএসবি) সাজেদুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'

তিনি বলেন, 'আমাদের জায়গা থেকে যেটি করণীয় আমরা তা করছি। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি নিয়ে তদন্ত করছেন। আমরা সবার সহযোগিতা পেয়েছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কারা উপস্থিত ছিলেন সেটিও পাওয়া গেছে। পরবর্তী ব্যবস্থার জন্য নাম প্রকাশ করছি না। খুব শিগগির তা প্রকাশ করা হবে।'

এসপি আরও বলেন, 'যেগুলো ভিডিওতে এসেছে সেগুলো দেখেছি, তবে ফিজিক্যাল এভিডেন্স এখনো পায়নি। এগুলো নিয়েও আমাদের কাজ চলছে। ইতোমধ্যেই গতকাল একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। আমরা এটি নিয়েও কাজ করছি। আশা করছি, খুব ভালো একটা রেজাল্ট আসবে।'

জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হবে কি-না এমন প্রশ্নের জবাবে এসপি বলেন, অপরাধী সে যেই হোক তার নামে মামলা হবে। পুলিশ আইনের বাইরে নয়।  

'শুধু ছাত্র-জনতা না, আমাদের অনেক পুলিশ সদস্যকেও আগুনে পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ হত্যার মামলাও হবে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।

তদন্ত কমিটিকে ঘটনার তদন্তে কোনো নির্দিষ্ট সময় বেধে দেয়া হয়েছে কি না, জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বলেন, 'নির্দিষ্ট সময় বেধে দেওয়া হয়নি। কারণ এ ঘটনায় তাড়াহুড়ো করলে তদন্তে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তবে কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুস্পষ্ট তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Reform proposals without consensus unacceptable

Says Fakhrul; BNP pays tribute to Ziaur Rahman on his 89th birth anniversary

55m ago