চাঁদপুরে এসআই হত্যা: পুলিশের মামলায় অজ্ঞাত আসামি ১২০০

চাঁদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সরকার (৫১) হত্যার ঘটনায় মামলা হয়েছে।

আজ রোববার এসআই মো.দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।

এতে অজ্ঞাত ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। তবে এ মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৫টায় উত্তেজিত জনতা কচুয়া থানায় হামলা চালায়। এ সময়  এসআই মামুনুর রশিদ সরকারকে ৩০ থেকে ৪০ জন মিলে লাঠি দিয়ে পিটিয়ে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে ফেলে যায়। পরে সেখান থেকে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে কচুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 'থানার কার্যক্রম স্বাভাবিক হতে সময় লাগায় মামলাটি করতে দেরি হয়েছে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি।'

Comments

The Daily Star  | English
Dhaka Airport lounges for migrant workers

A dignified welcome

Dhaka airport finally opens lounges dedicated to migrant workers and their families

17h ago