খুলনায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

শেখ রবিউল ইসলাম রবি। ছবি: সংগৃহীত

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবিকে (৪৫) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ডুমুরিয়ার জোবায়েদ আলী মিলনায়তনে দলীয় কর্মীসভা শেষে মোটরসাইকেলযোগে খুলনার বাসায় ফিরছিলেন রবি। গুটুদিয়ার ব্র্যাক হ্যাচারির কাছে দুর্বৃত্তরা পিছন থেকে গুলি করলে রবির পিঠে গুলি লাগে।

রবিকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় শ্যালক মো. বদরুজ্জামান বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, 'আমরা তার মৃত্যুর কথা শুনেছি। তবে বিস্তারিত এখনও কিছু জানতে পারিনি।'

Comments

The Daily Star  | English

Bangladesh’s population hits 175.7 million, majority of working age

Bangladesh's population has reached 175.7 million, two thirds of which, around 115 million, are of working age, between 15 to 64..The estimation was made by the United Nations Population Fund's (UNFPA) annual flagship publication, the State of World Population (SWOP) 2025..UNFPA Repr

44m ago