খুলনায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

শেখ রবিউল ইসলাম রবি। ছবি: সংগৃহীত

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবিকে (৪৫) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ডুমুরিয়ার জোবায়েদ আলী মিলনায়তনে দলীয় কর্মীসভা শেষে মোটরসাইকেলযোগে খুলনার বাসায় ফিরছিলেন রবি। গুটুদিয়ার ব্র্যাক হ্যাচারির কাছে দুর্বৃত্তরা পিছন থেকে গুলি করলে রবির পিঠে গুলি লাগে।

রবিকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় শ্যালক মো. বদরুজ্জামান বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, 'আমরা তার মৃত্যুর কথা শুনেছি। তবে বিস্তারিত এখনও কিছু জানতে পারিনি।'

Comments

The Daily Star  | English

Jamaat rally begins at Suhrawardy Udyan with cultural programme

The first phase of Bangladesh Jamaat-e-Islami's rally at the historic Suhrawardy Udyan in Dhaka began this morning with a cultural programme

20m ago