বগুড়া কারাগার থেকে পলায়ন: ফাঁসির চার আসামি ২ দিনের রিমান্ডে

আসামিরা হলেন, কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জুর, নরসিংদীর আমির হামজা, বগুড়ার কাহালুর মো. জাকারিয়া এবং বগুড়া সদরের ফরিদ শেখ।
কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যান তারা। ছবি: সংগৃহীত

বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বগুড়া সদর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সুজন মিয়া জানান, পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বগুড়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিন হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জুর, নরসিংদীর আমির হামজা, বগুড়ার কাহালুর মো. জাকারিয়া এবং বগুড়া সদরের ফরিদ শেখ।

গত ২৬ জুন রাতে বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়ে যান। তবে এ ঘটনার দেড় ঘণ্টার মধ্যেই কারাগারের ৫০০ মিটার দূর থেকে পুলিশ তাদের আটক করে।

 

Comments