গাজীপুরে খামারে বিষ প্রয়োগ, ভেসে উঠল মরা মাছ

খামার মালিক নুরুল ইসলাম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ৮২ বিঘা জমির মাছের খামারে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে।

আজ বুধবার দুপুরে কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের মদনখালি গ্রামের নদীয়ার বিল মৎস্য খামারে মরা মাছ মরে ভেসে উঠে।

খামার মালিক নুরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার বিকেলে বোয়ালী ইউনিয়ন পরিষদের মদনখালী গ্রামের সাবেক সদস্য মো. বাদল মিয়া এবং তার সহযোগী একই এলাকার কুব্বত আলী ও ইমরান হোসেনের নেতৃত্বে ২০-৩০ জন ওই খামারে হামলা চালান। এ সময় তারা খামারের পাশের গুদাম ঘর ভাংচুর করেন এবং ৮২ বিঘা আয়তনের খামারে বিষ প্রয়োগ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানিয়েছেন, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামার মালিক নুরুল ইসলাম কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য বাদল বলেন, 'আমি খামারে বিষ প্রয়োগ করিনি। এই খামারে এক সময় আমার অংশীদারত্ব ছিল। আমি নুরুল ইসলামের কাছে টাকা পাব।'

Comments