গাজীপুর

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

নিহত আল আমীন (১৯) কালিয়াকৈর জাতীর পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের কালিয়াকৈরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এক কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমীন (১৯) কালিয়াকৈর জাতীর পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

কালিয়াকৈর থানার এসআই মো. জামিল ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গতকাল বুধবার থেকে কালিয়াকৈর চন্দ্রা এলাকায় শিক্ষার্থীদের দুপক্ষের বাকবিতণ্ডা চলছিল। এর জেরে আজ সকাল ১১টার দিকে প্রতিপক্ষ আল আমীনকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

475 workplace deaths in 6 months: report

Of the total number, 250 transport workers died in this period, 74 died in service establishments (such as workshops, gas, electricity supply establishments), 66 in agricultural sector, 52 in construction, and 33 died in factories and other manufacturing institutes

42m ago