বিলাইছড়ির গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যান আতোমং মারমার মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্টার অনলাইন গ্রাফিক্স

গুলিবিদ্ধ রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ৪ নম্বর বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১১টা ৪৮ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তংচংগ্যা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২১ মে দুর্বৃত্তদের গুলিতে নিজ ইউনিয়নের মারমা পাড়া এলাকায় আহত হন ইউপি চেয়ারম্যান আতোমং মারমা। উন্নত চিকিৎসার জন্য পরদিন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


 

Comments