এমপি আনার হত্যা: শেরেবাংলা নগর থানায় মেয়ের অপহরণ মামলা

আনোয়ারুল আজীম আনার। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে।

আজ বুধবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানায় নিহত সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এই মামলা করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'যেহেতু আনোয়ারুল আজিম আনারের মরদেহ এখনো উদ্ধার হয়নি এবং তার সঙ্গে কী ঘটেছিল, তা এখনো আমরা জানি না। এ কারণে অপহরণ মামলা দায়ের হয়েছে।'

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যায় মামলাটি নথিভুক্ত হয়েছে।'

তিনি বলেন, 'নিহত সংসদ সদস্যের মেয়ে এই অপহরণ মামলা দায়ের করেছেন। এখন তদন্ত-পূর্বক আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।'

 

Comments

The Daily Star  | English
Bangladesh's 8 mega projects cost $7.5b more for graft, delay

Taskforce report: 8 mega projects cost $7.5b more for graft, delay

The initially estimated costs of these projects were $11.2 billion in total

12h ago