ঈদে গরুর হাটে জাল টাকা ছড়ানোর প্রস্তুতি,গ্রেপ্তার ২
গাজীপুরে চার লাখ ৯২ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তাররা হলেন শিবলু (৩৯) ও রাকিবুল হাসান (২৭)। তারা দুজনই জিএমপির গাছা থানার বটতলা এলাকায় থাকেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মো. ইব্রাহিম খান।
মো. ইব্রাহিম খান বলেন, চক্রটি কোরবানির ঈদ উপলক্ষে গাজীপুরের বিভিন্ন গরুর হাটে জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার বটতলা মোর মাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গাছা থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, তাদের বিরুদ্ধে গাছা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
Comments