আশফাকুল হককে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

এ মামলায় তানিয়া খন্দকারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
high court
স্টার ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবন থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় দ্য ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

জামিন চেয়ে সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারের আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

আট সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ মামলায় তানিয়া খন্দকারকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

শুনানির সময় আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান এবং বিরোধীপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

হাইকোর্টের সম্পূর্ণ আদেশ এখনো প্রকাশ হয়নি। 

গত ফেব্রুয়ারিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ফ্ল্যাট থেকে পড়ে গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর পর দায়ের করা মামলায় গ্রেপ্তার হন সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকার।

এর আগে এই দম্পতির জামিন আবেদন তিনবার নাকচ করেন সংশ্লিষ্ট নিম্ন আদালত।

গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে সৈয়দ আশফাকুল হকের নবম তলার ফ্ল্যাট থেকে পড়ে মারা যায় মৌলভীবাজারের প্রীতি উরাং (১৫)।

এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে হেফাজতে নেয় পুলিশ।

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

1h ago