যশোরে ধর্ষণ মামলায় গ্রেপ্তার যুবক কারাগারে

স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরের অভয়নগর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় গ্রেপ্তার আসামি আনোয়ারুল ইসলামকে (২২) কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমারের আদালতে আনোয়ারুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাকে কারাগারে নেওয়া হয়।

আনোয়ারুলের বাড়ি উপজেলার সিদ্দিপাশা জিয়েলতলা গ্রামে। তার বাবার নাম মনিরুল ইসলাম শেখ। জবানবন্দিতে আনোয়ারুল জানান, এই অপরাধমূলক কর্মকাণ্ডে মাহিম গাজী নামে আরও এক যুবক জড়িত ছিলেন।

এর আগে গত রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই কিশোরী তার আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তার ভাগিনাকে মাদ্রাসা থেকে আনতে বাড়ি থেকে বের হলে এই ঘটনা ঘটে। সন্ধ্যায় তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, 'আজ ভোররাতে পুলিশ আনোয়ারুলকে গ্রেপ্তার করে। আদালতে তোলা হলে তিনি অপরাধ স্বীকার করেন। এই মামলার আরেক আসামি মাহিম গাজীকে (২৪) গ্রেপ্তারে অভিযান চলছে।'

তিনি আরও জানান, ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Hasina oversaw July protest killings: UN

Human rights office also finds systematic abuse by former ministers, security agency officials, AL leaders

7h ago