জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে খুন, গ্রেপ্তার ২
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কোদাল দিয়ে কুপিয়ে এক কৃষককে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।
আজ সোমবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষক মারা যান। আগের দিন দুপুরে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামে তাকে কোপানো হয়।
বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত কৃষকের নাম হাফিজার রহমান। তিনি দালালপাড়া গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, একখণ্ড জমি নিয়ে দালালপাড়া গ্রামের দুলাল হোসেন, আহাদুল ইসলাম, শহিদুল ইসলাম ও রশিদুল ইসলামের সঙ্গে হাফিজার রহমানের বিরোধ চলছিল।
রোববার দুপুরে দুলাল হোসেন তার তিন ভাইসহ আরও কয়েকজন মিলে বিরোধপূর্ণ ওই জমিতে চাষ দিচ্ছিলেন। খবর পেয়ে হাফিজার রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বাধা দেন। এ সময় তাকে কুপিয়ে আহত করা হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত হাফিজারকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় সোমবার সকালে রশিদুল ইসলাম এবং সৌখিন হোসেন নামে দুইজনকে গেপ্তার করা হয়েছে।'
Comments